Logo

সারাদেশ

রূপগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৫:৩৯

রূপগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

আহত ফয়সাল। ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাঘবেড় এলাকায় এ ঘটনা ঘটে। 

বুধবার (১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী আব্দুর রহিম রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী আব্দুর রহিম জানান, আমি ও আমার ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বাঘবেড় এলাকায় স্যানিটারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। নুরুজ্জামান ও হাবিবুর রহমান স্থানীয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মঙ্গলবার রাত ৯টার দিকে নুরুজ্জামান ও হাবিবুর রহমান পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলামের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় সাইফুল প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। বাবা আব্দুর রহিম তার ছেলে সাইফুল ইসলামকে বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

অভিযুক্তদের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এ বিষেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

  • এন বি আকাশ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর