নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে যুবক পিটিয়ে নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৭:২৯
-68dd109d19053.jpg)
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) ভোরে জেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নবী হোসেন, বয়স ৩২ বছর। তিনি পাশের উচিৎপুরা ইউনিয়নের পশ্চিম আগুকান্দি গ্রামের লইক্কা হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, দড়ি বিশনন্দীর একটি বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। ডাকাতরা ওই বাড়ির অন্তত চারজনকে কুপিয়ে জখম করে।
আহতরা হলেন : ইলিয়াস মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০), ছেলে নাঈম মিয়া (১৮), তাদের আত্মীয় ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেন (২৮)। কুলসুম বেগমকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুদ্দিন বলেন, ‘ভোররাত আড়াইটার দিকে বৃষ্টি পড়ছিল। তখন কুলসুম বেগম রান্নাঘরে গিয়ে তিন-চারজনকে দেখে ডাকাত বলে চিৎকার করতে থাকেন। এসময় ঘরের অন্যরা বের হয়ে গেলে ডাকাতদল তাদের কুপিয়ে জখম করে।’
ঘটনার পর স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের খুঁজতে থাকে। পরে একটি বিলের মধ্যে নবীকে পেয়ে গ্রামবাসী তাকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, নবী হোসেনের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এআরএস