Logo

সারাদেশ

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত, যান চলাচল স্বাভাবিক; ১৪৪ ধারা এখনও বহাল

Icon

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৭:৪২

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত, যান চলাচল স্বাভাবিক; ১৪৪ ধারা এখনও বহাল

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা অবরোধ চার দিন পর স্থগিত হওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনও প্রত্যাহার করা হয়নি।

সকালে খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বর এলাকায় দেখা গেছে, সব ধরনের যানবাহন সড়কে চলাচল করছে। অধিকাংশ দোকানপাটও খোলা। দূরপাল্লার বাসও সকাল ৯টার পর থেকে স্বাভাবিকভাবে চলাচল করছে। শহরজুড়ে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।

দীঘিনালা সিএনজি স্টেশনে মো. সুমন মিঞা জানান, ডাক্তার দেখাতে আসার সময় তিনি আটকা পড়েছিলেন। অবরোধ খোলার পর আজ বাড়ি যাচ্ছেন।

পৌর শহরের ট্রাক চালক মো. জয়নাল আবেদীন বলেন, ‘অবরোধের কারণে গত কয়েক দিন উপার্জন করতে পারিনি। আজ অবরোধ না থাকায় গাড়ি চালানো শুরু করতে পেরেছি, যা আমাদের জন্য অনেক স্বস্তির বিষয়।’

খাগড়াছড়ি বাস স্টেশনে উৎপল দে জানান, দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সঙ্গে রাঙ্গুনিয়ায় বাড়ি ফিরছেন। সড়ক অবরোধের কারণে দীর্ঘদিন বাড়ি যেতে পারেননি।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে জুম্ম ছাত্র-জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরোধ স্থগিতের বিজ্ঞপ্তি দেয়। আজ থেকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে এবং টিকিটের বুকিং চলছে।’

জুম্ম ছাত্র-জনতার বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ির গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যথাযথভাবে পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি নেওয়া হবে।

অবরোধ প্রত্যাহার হলেও খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে। জানতে চাইলে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক মনে করলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।’

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত শয়ন শীলকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অবরোধ ডাকা হয়।

অবরোধ চলাকালীন গত রোববার খাগড়াছড়ির গুইমারার রামেসু বাজারে সহিংসতা ও বিক্ষোভের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় তিনজন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। এছাড়া রামেসু বাজারে আগুন দেওয়ায় প্রায় ৩৫ বসতবাড়ি ও ৫০টি দোকান পুড়ে যায়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর