Logo

সারাদেশ

নান্দাইলে আলমগীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৮:০০

নান্দাইলে আলমগীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আলমগীর হত্যার বিচার চেয়ে মানববন্ধন। ছবি : বাংলাদেশের খবর

মাদকের প্রতিবাদ করায় ময়মনসিংহের নান্দাইলে প্রবাসী আলমগীর হোসেনের হত্যার বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী ও নিহতের পরিবার। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা আলমগীরকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তারা শেরপুর ইউনিয়নকে মাদক ও জুয়া মুক্ত করার জন্য সকলের সহযোগিতার আহ্বানও জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা নান্দাইল-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের দু’পাশে যানজট সৃষ্টি করে। মানববন্ধনে নিহতের পরিবার ও শেরপুর ইউনিয়নের প্রায় ৩০০ জন মানুষ অংশ নেন।

আলমগীরের বোন সিমা বলেন, ‘আমার মায়ের বুক যারা খালি করেছে, আমি আইনের মাধ্যমে তাদের (হত্যাকারীদের) মায়ের বুক খালি দেখতে চাই। মায়ের কান্না আমি সইতে পারি না। এই হত্যাকারীরা এত নিষ্ঠুরভাবে ভাইকে হত্যা করেছে, এখনও চোখের সামনে ভাইয়ের মুখ ভেসে ওঠে।’

নিহতের মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে সন্ধ্যার সময় বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে হত্যাকারীরা। আমি বুঝতে পারিনি তারা এমনভাবে আমার ছেলেকে মেরে বস্তা করে মাটিতে পুঁতে রাখবে। আমি চাই হত্যার বিচার হোক, যারা জড়িত তাদের ফাঁসি হোক।’

মানববন্ধনে নিহতের ভাগনী তানিয়া আক্তার, সাদ্দাম হোসেন, মাওলানা অলিউল্লাহ্, মো. জালাল উদ্দীন, সোহেল মিয়া ও অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, মাদকের প্রতিবাদ করায় আলমগীর হোসেন গত ২৪ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হন। নিখোঁজের পর তার মা নান্দাইল মডেল থানায় জিডি দায়ের করেন। তিনদিন পর সংগ্রামকেলী বাজারে বাঁশঝাড় থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মা বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী মাসুদ মিয়া ও ইমাম হোসেন রতনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর