Logo

সারাদেশ

আমাদের সম্প্রীতির বন্ধনকে কেউ নস্যাৎ করতে পারবে না : আমিনুল ইসলাম

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৮:১১

আমাদের সম্প্রীতির বন্ধনকে কেউ নস্যাৎ করতে পারবে না : আমিনুল ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। এসময় তিনি বলেন, আমাদের সম্প্রীতির বন্ধনকে কেউ নস্যাৎ করতে পারবে না।

বুধবার (১ অক্টোবর) পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে পরিদর্শনে যান ডিআইজি।

ডিআইজি বলেন, ‘সনাতন ও মুসলিম ধর্মের ভাইবোনসহ অন্যান্য যারা আছেন, আমাদের দীর্ঘদিন ধরে চলমান সম্প্রীতির বন্ধনকে কেউ নষ্ট করতে পারবে না। এর বিরুদ্ধে যেভাবেই চেষ্টা হয়েছে, সব সময়ই ব্যর্থ হয়েছে। বাংলাদেশে সব মানুষের মধ্যকার সম্প্রীতির উদাহরণ অটুট থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি স্বপন দে সোপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনের পর তিনি শহরের অন্যান্য পূজা মণ্ডপগুলোতেও যান।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর