Logo

সারাদেশ

নাটোরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, বেঁচে আছে ৩ জন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৮:২০

নাটোরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, বেঁচে আছে ৩ জন

নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ নবজাতক জন্মগ্রহণ করে। তবে জন্মের কিছুক্ষণ পর রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে সন্তান মারা যায়। আজ বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাইপাড়া গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয় শিক্ষক মকবুল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। তবে জীবিত থাকা তিন নবজাতক জন্মের পর থেকেই কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্ন প্রদান করা হচ্ছে।

হঠাৎ একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা হাসপাতালে ভিড় জমাচ্ছেন মা ও সন্তানদের একনজর দেখার জন্য।

বাবা আসিব হোসেন সবুজ জানান, তিনি ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন। তিনি সন্তান ও স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং সরকার ও বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতার আবেদন করেছেন।

নাজমুল হাসান/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশের খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর