Logo

সারাদেশ

দেবিদ্বার চেকপোস্টে ডাকাতদলের ১৪ সদস্য আটক

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৮:২২

দেবিদ্বার চেকপোস্টে ডাকাতদলের ১৪ সদস্য আটক

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের প্রধানসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার উপজেলাধীন কুমিল্লা-সিলেট মহাসড়কের ভিংলা বাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের ধাওয়া করে আটক করা হয়।

বুধবার (১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার নজরুল আহমেদ খান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গত ২৮ সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার পুলিশ টহল জোরদার করে। ডাকাতদল দেবিদ্বার থানায় ডাকাতির সিদ্ধান্ত নিলে পুলিশ ভিংলা বাড়িতে চেকপোস্ট বসায়।

চেকপোস্টে পুলিশকে দেখে ডাকাতদল পালানোর চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ তাদের আটকের সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, লালমাই এলাকায় তিনটি, বরুড়ায় একটি ও নবীনগর থানার এলাকায় একটি ডাকাতি করেছে তারা।

তাদের কাছ থেকে চার জোড়া সোনার কানের দুল, একটি স্বর্ণের চেইন, এক জোড়া নুপুর এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন : আন্তঃজেলা ডাকাতদলের প্রধান শাহ আলম দুলাল (৪০), মো. মনির হোসেন (৪০), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশাররফ শরীফ (৩২), মোঃ সুমন (৩৩), মো. খোকন (৪০), আলামিন (২৫), মো. সোহেল (২৬), আউয়াল (৫০) ও নিহার বিশ্বাস (৪৮)।

পুলিশ সুপার জানান, আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর