মাদক ও সন্ত্রাস দমনে র্যাব সক্রিয় : মেজর নাজমুল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৮:৩৬
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন র্যাব-১৫-এর নবাগত কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম। বুধবার (১ অক্টোবর) সকালে শহরের হিলটন হোটেলের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এন.এ জাকির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ.এম. সম্রাটসহ র্যাব সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময়কালে মেজর নাজমুল ইসলাম বলেন, “বান্দরবান একটি বিশেষ জেলা। ভৌগলিক কারণে এ জেলার পরিবেশ অন্যান্য জেলার চেয়ে ব্যতিক্রম। এটি দুর্গম ও সীমান্তবর্তী জেলা হওয়ায় নিরাপত্তার চ্যালেঞ্জও তুলনামূলক বেশি। তবে আমরা সবাই মিলে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব।”
তিনি আরও বলেন, ‘মাদক প্রতিরোধে র্যাব সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা প্রয়োজন।’
সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এন.এ জাকির, সাবেক সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ.এম. সম্রাট এবং মাছরাঙা টিভির প্রতিনিধি কৌশিক দাশ।
সোহেল কান্তি নাথ/এআরএস

