---2025-10-01T192733-68dd2cfe7e09a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে প্রস্তুতিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বরকে কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
জানা যায়, কুমারখালি এলাকায় অপ্রাপ্তবয়স্ক এক কনের বিয়ে আয়োজনের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। পরে বর বাহারুল ইসলাম কে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, ‘বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
- নাজমুল হাসান/এমআই