কাহালুতে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৯:৩৬
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুল সরকারকে হত্যার ঘটনায় অভিযুক্ত জামিল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামিল হোসেন (৪৪) কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে যুবদল নেতা রাহুল সরকার কাহালুর মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে নিজের লিজ নেওয়া পুকুরে বন্ধুদের সঙ্গে মাছ ধরছিলেন। এ সময় ৮-১০ জন যুবক সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
জীবন বাঁচাতে রাহুল পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রাহুল সরকার বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের ছেলে।
হত্যাকাণ্ডের পর জামিল হোসেন আত্মগোপনের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, ‘এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’
জুয়েল হাসান/এআরএস


