Logo

সারাদেশ

সাগরে মাছ ধরতে গিয়ে ১৭ দিনেও খোঁজ নেই ১৮ জেলের

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২০:১৬

সাগরে মাছ ধরতে গিয়ে ১৭ দিনেও খোঁজ নেই ১৮ জেলের

ছবি : সংগৃহীত

সাগরে মাছ ধরতে গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন কক্সবাজারের চকরিয়ার আলী আকবরসহ ১৮ জেলে। তাদের খুঁজে না পেয়ে দিশেহারা পরিবারগুলো দিন গুনছেন অশ্রু নিয়ে।

নিখোঁজ আলী আকবরের স্ত্রী সেলিনা আক্তার স্বামীর সন্ধান চেয়ে চট্টগ্রামের সদরঘাট থানায় সাধারণ ডায়েরি করেছেন (নম্বর ৫৫৫/২৫)।

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে ‘এফবি খাজা আজমীর’ নামে মাছ ধরার নৌকাটি সাগরে যায়। রেজিস্ট্রেশন নম্বর এফ-৯৭৫৪ এর এ নৌকায় ছিলেন মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেল (৩৫)সহ আরও ১৪ জেলে। মালিক আলী আকবরও ছিলেন তাদের সঙ্গে।

সেলিনা আক্তার জানান, ‘১৩ সেপ্টেম্বর রাতে আমার স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘ভোরের আগে অনেক দূরে চলে যাব, নেটওয়ার্ক পাবেন না।’ এরপর আর কোনো যোগাযোগ নেই।’

সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের খোঁজ চলছে। দেশের প্রতিটি থানায় বার্তাও পাঠানো হয়েছে।’

মুহাম্মদ তৌহিদুল ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বঙ্গোপসাগর নিখোঁজ সংবাদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর