Logo

সারাদেশ

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২১:৪৩

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর উত্তর তেহমনী এলাকার পরিত্যক্ত বাড়িতে আবারও আগুন দেয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে বিক্ষুব্ধ জনতা বাড়ির নিচতলা জ্বলিয়ে দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অনেক লোক উত্তর তেহমনীতে জড়ো হন এবং পরে তারা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে চলে যান। কয়েক মিনিটের মধ্যে বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর আরেক দফা পড়ানো হয় বাড়িটি। স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরীর বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর আসেননি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বুধবার আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে জেনেছি।’

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর