Logo

সারাদেশ

দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নয় : র‌্যাব মহাপরিচালক

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২১:৪৬

দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নয় : র‌্যাব মহাপরিচালক

ছবি : বাংলাদেশের খবর

দুষ্কৃতিকারীদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সকলে সমান অধিকার নিয়ে যার যার ধর্মের অনুষ্ঠান পালন করব। একে অপরকে সহযোগিতা করব। বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আমরা কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দিব না।’ 

একেএম শহিদুর রহমান বলেন, ‘দুর্গাপূজা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সফলভাবে আয়োজন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রচেষ্টা ছিল। আশা করি এবারের উৎসবটি বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হবে। এ পর্যন্ত যেভাবে চলছে আমরা সন্তুষ্ট। সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। এ পর্যন্ত ৪৯টি পূজামণ্ডপে কিছু কাপুরুষ বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। আমরা প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা ১৯ জনের বেশি নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আমলাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।

  • ইমতিয়াজ আহমেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর