Logo

সারাদেশ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৮:১০

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেটে গভীর রাতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেটে গভীর রাতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘি অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ট্রেনের ধাক্কায় তারা মোটরসাইকেলসহ ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন- সান্তাহার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উৎরাইল বামনীগ্রামের বাসিন্দা নয়নের ছেলে তৌফিক (১৮) ও হেলালের ছেলে মারুফ (১৮)। আহত হয়েছেন একই গ্রামের রহিমের ছেলে আকাশ।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করেছে। তবে এখনো জানা যায়নি কোন ট্রেনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এসআই মাহফুজুর রহমান জানান, খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে পরিবারের অনুরোধক্রমে মরদেহ দুটি তাদের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

রাকিবুল হাসান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সড়ক দুর্ঘটনা ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর