আলফাডাঙ্গায় পূজামণ্ডপে সাবেক মেয়রের আর্থিক অনুদান

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১১:৩৫

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) রাতে দুর্গাপূজার মহা নবমীতে পৌর এলাকার ১২টি পূজামণ্ডপে এ আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়।
সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর পক্ষ থেকে তার বন্ধু ডা. সুমন রায় প্রতিটি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।
এদিকে, পূজা আয়োজকরা সাবেক মেয়রের এ আর্থিক সহযোগিতা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, পৌরসভার মেয়রের দায়িত্বে না থাকলেও আলী আকসাদ ঝন্টুর ধর্মীয় উৎসবে এমন সহমর্মিতা প্রশংসার যোগ্য।
এ বিষয়ে আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, আমি মেয়রের দায়িত্বে না থাকলেও বিগত সময়ে পৌরবাসীর সুখে-দুঃখে যেমন পাশে ছিলাম, আগামীতেও পাশে থাকব। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব। তাই সম্প্রীতির বার্তা নিয়ে পৌর এলাকার প্রতিটি পূজামণ্ডপে শুভেচ্ছা পৌঁছে দিয়েছি।
এমবি