Logo

সারাদেশ

ঈশ্বরদীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১১:৫০

ঈশ্বরদীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

পাবনার ঈশ্বরদী উপজেলার অরণখোলা বটতলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

পাবনার ঈশ্বরদী উপজেলার অরণখোলা বটতলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- পাবনা সদর উপজেলার টেবুনিয়া বড়মাটিয়া এলাকার খোকন প্রামাণিকের ছেলে সবুজ মিয়া (৩৫)।

আহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাবু মিয়া (৩০), একই উপজেলার চুকাই গ্রামের মো. শিমুলের ছেলে মো. নাজমুল হক (৩০) ও মুন্সিগঞ্জের গজারিয়া গ্রামের মো. ওহেদ মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৫)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলামের নেতৃত্বে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও বলেন, ট্রাকের ভেতরে আটকে পড়া হতাহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ বডিব্যাগে করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শফিক আল কামাল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর