পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক গুরুতর আহত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:০৮
চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবারও এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুচক্রীদন্ডী গ্রামের নাহার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিকশাচালকের নাম সাখাওয়াত হোসেন (২০)। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ি এলাকার কালু মিয়ার ছেলে।
গুরুতর আহত অবস্থায় সাখাওয়াত হোসেনকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, তিনি এখনও ছুরিকাঘাতের ঘটনায় অবগত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইমরান হোসেন মুন্না/এমবি

