Logo

সারাদেশ

ধামরাইয়ে পূজা মণ্ডপে ঘুরে শুভেচ্ছা বিনিময় এনসিপি নেতার

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৩:১১

ধামরাইয়ে পূজা মণ্ডপে ঘুরে শুভেচ্ছা বিনিময় এনসিপি নেতার

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম (মুকুল)।

বুধবার (১ অক্টোবর) দিনভর ও রাতে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি একাধিক মন্দির পরিদর্শন করেন।

গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকার এক মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসাদুল ইসলাম বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজার উৎসব পালন করছেন। এনসিপির পক্ষ থেকে তাদের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। এনসিপি ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চায়।

এ সময় তার সঙ্গে ধামরাই উপজেলা এনসিপির আহ্বায়ক ইসরাফিল খোকনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম সাব্বির/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর