ফ্যাসিস্টের কায়দায় রাজনৈতিক স্বাধীনতা হনন করতে চায় ১ গোষ্ঠী : বিএনপি নেতা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৩:৩০

ছবি : বাংলাদেশের খবর
স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলার আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ধর্মকে পুঁজি করে একটি মহল আবারও ফ্যাসিস্টের কায়দায় মানুষের রাজনৈতিক স্বাধীনতা হনন করতে চায়। আমরা জনগণকে সচেতন করছি, যাতে এই স্বার্থান্বেষী মহল থেকে ফ্যাসিস্টের সচেতন হয়।’
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ‘শখের পূজা’ মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ইতোমধ্যে নির্বাচন পেছানোর চেষ্টা চালাচ্ছে ধর্মকে পুঁজি করা ওই মহল। তারা আবারও ফ্যাসিস্টের কায়দায় মানুষের রাজনৈতিক স্বাধীনতা হনন করতে চায়। আমরা আমাদের সব জনগণকে সচেতন করছি, তারা যাতে এই স্বার্থান্বেষী মহল থেকে সচেতন হয়।’
নাজমুল হাসান অভি বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের পাশে থাকেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের যে ঘোষণা ড. ইউনূস দিয়েছেন, তার ওপর আমরা আস্থা রাখতে চাই। নির্বাচন করে সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হিসেবে তাকে সামনে আনতে চাই।’
স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গোৎসব। পূজা উপলক্ষে ধামরাইতে ২০২টি পূজা মণ্ডপ করা হয়েছে। পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সংগঠনের নেতা-কর্মীরা ভলান্টিয়ারি সেবা দিচ্ছে। পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত তারা কাজ করবে। গত বছরও আমাদের নেতাকর্মীরা এই কাজ করে প্রশংসিত হয়েছেন। এবারও সেই ধারা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমরা মন্দিরে মন্দিরে ঘুরে বলছি, আমার যতটা অধিকার আছে, হিন্দু, পাহাড়িরও তেমনি সমান অধিকার আছে। সমতল পাহাড়ি বা ধর্মের পরিচয় নয়, আমরা বাংলাদেশি, জাতীয়তাবাদীর পরিচয়কে ভিত্তি করে এগিয়ে যেতে চাই। জাতীয়তাবাদ বোধকে সামনে রেখে দেশ গঠন করতে চাই।’
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে নাজমুল হাসান অভির সঙ্গে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম খানসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলাম সাব্বির/এএ