নিম্নচাপের প্রভাবে হোটেলবন্দি পর্যটক, হতাশ ব্যবসায়ীরা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৩:৫৩

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে পড়েছে। এতে পর্যটন মৌসুম জমে উঠলেও বিপাকে পড়েছেন পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা। ছবি : বাংলাদেশের খবর
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে পড়েছে। এতে পর্যটন মৌসুম জমে উঠলেও বিপাকে পড়েছেন পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা। পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ীরা।
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এ বছর কুয়াকাটায় পর্যটকের আগমন বেড়েছিল। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং সম্পন্ন হয়। কিন্তু নিম্নচাপের খবর ছড়িয়ে পড়ার পর থেকে বুকিং বাতিল শুরু হয়ে গেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে, আগত পর্যটকরা হোটেলে অবস্থান করলেও সৈকতে ভিড় নেই। সমুদ্র উত্তাল থাকায় স্পিডবোট ও টুরিস্টবোট চলাচল বন্ধ রয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন বোট মালিক ও মাঝিরা।
টোয়াকের সাধারণ সম্পাদক কে এম জহির খান বলেন, প্রতিবারই পর্যটন মৌসুমে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এতে পর্যটন খাতের সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে বোট ব্যবসা পর্যন্ত সবাই বিপাকে পড়েছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, পর্যটন মৌসুমে হঠাৎ নিম্নচাপের কারণে বুকিং বাতিল হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভ্রমণপিপাসু আসতে চাইলেও আসতে পারছেন না। এতে হোটেল-মোটেলের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের এক কর্মকর্তা বলেন, নিম্নচাপের কারণে সমুদ্র অনেক উত্তাল। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে তাদের সাগরে নামতে দেওয়া হচ্ছে না। সবাইকে হোটেল-মোটেলে অবস্থান করতে অনুরোধ করা হচ্ছে।
জাকারিয়া জাহিদ/এমবি