ক্ষমতায় গেলে ৪ কোটি যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াতের
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:০৪
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের চার কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তোফায়েল আহমদ বলেন, ‘যুবকরা যে ট্রেডে আগ্রহী, তাদেরকে সেই ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে দেশে বিদ্যমান বেকারত্ব দূর করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ সবার দেশ। জামায়াত ক্ষমতায় গেলে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবে।’
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের আমীর শফিকুল ইসলাম এবং উত্তর শ্রীপুর ইউনিয়নের আমীর মাওলানা মোস্তফা কামাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল হাকিম।
মো. আব্দুল হালিম/এআরএস

