Logo

সারাদেশ

কয়রায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময়

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:০৭

কয়রায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময়

খুলনার কয়রা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। ছবি : বাংলাদেশের খবর

খুলনার কয়রা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় কয়রায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় মনিরুজ্জামান মন্টু বলেন, কয়রার বড় সমস্যা হলো দুর্বল ভেড়িবাঁধ। বারবার বেড়িবাঁধ ভেঙে বহু মানুষ নিঃস্ব হয়েছে। অনেকেই অন্যত্র চলে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠি জীবিকার সন্ধানে শহরমুখী হচ্ছে। এর ফলে সন্তানদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং শিক্ষার হার কমছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের বড় অংশ আমাদের কয়রায় হলেও পর্যটক কেন্দ্র বা পর্যাপ্ত অবকাঠামো নেই। অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা নাজুক, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার থেকেও মানুষ বঞ্চিত।

উপজেলা ভিত্তিক ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দল, মত, গ্রুপিং ভেদাভেদ ভুলে কাঁধেকাঁধ মিলিয়ে কয়রা উন্নয়নে কাজ করতে হবে। আসুন দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ কয়রা হই।

এক প্রশ্নের জবাবে মন্টু বলেন, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা একসাথে কাজ করলে দুর্নীতিমুক্ত, উন্নত কয়রা গড়া সম্ভব। প্রশাসনকে ন্যায়বিচারে বাধ্য করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দীন আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, আব্দুল খালেক, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট তরিকুল ইসলাম, প্রথম আলোর কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিনসহ কয়রার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা।

তরিকুল ইসলাম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর