ফরিদপুরে দুর্গাপূজাকে ঘিরে ভোটের রাজনীতি, দলগুলোর নানামুখী তৎপরতা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:১৮
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে চলছে রাজনৈতিক দলগুলোর নানামুখী তৎপরতা ।
দুর্গাপূজা উপলক্ষে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা মন্দির-মণ্ডপে সৌহার্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি আর্থিক অনুদান, মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা এবং কুশলবিনিময়ের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে মরিয়া তারা। দলগুলোর লক্ষ্য নির্বাচনে ভোট টানা।
বুধবার (১ অক্টোবর) রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ফরিদপুর-১ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন-প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এর আগে গত ২২ সেপ্টেম্বর আলফাডাঙ্গা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন তিনি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ৪৩টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন খন্দকার নাসিরুল ইসলাম।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আমি ফরিদপুর-১ আসনের প্রতিটি পূজামণ্ডপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছি। পাঁচদিন ব্যাপী পূজার প্রতিদিনই তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে খোঁজ-খবর নিচ্ছি।’
এই আসনটিতে বিএনপির অপর মনোনয়ন-প্রত্যাশী বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুও আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী এ ৩ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। দিচ্ছেন আর্থিক অনুদান। দুর্গাপূজার মহাসপ্তমীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এদিকে ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা সনাতনী ভোটারদের সমর্থন পেতে মরিয়া। জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনিও যাচ্ছেন বিভিন্ন পূজামণ্ডপে। বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেল বহর নিয়ে আলফাডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
ড. ইলিয়াস মোল্যা বলেন, ‘আমরা সম্প্রীতির বার্তা নিয়ে ফরিদপুর-১ আসনের ৩ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি।’
বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মতো পিছে নেই এই আসনটির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন-প্রত্যাশী জুলাইযোদ্ধা হাসিবুর রহমান অপু। বুধবার রাতে তিনি আলফাডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘এবারের শারদীয় দুর্গোৎসব সফল করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা পাচ্ছি। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর নেতারা আর্থিক অনুদান ও সহায়তা দিচ্ছেন।’
মিয়া রাকিবুল/এএ

