চরফ্যাসনে গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি স্বজনের

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৫৪

ভোলার চরফ্যাসনে যৌতুক না পেয়ে লিমা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনার আট দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তারা।
গত বুধবার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল কাদেরের বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লিমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
লিমার মা বিবি নুরজাহান জানান, ২০২৩ সালে আবদুল কাদেরের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুক দাবি করতেন কাদের। গত বুধবার সকালে তিনি মেয়ের মৃত্যুর খবর পান। জামাতার বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখেন। এ সময় কাদের ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে লিমার স্বামী আবদুল কাদের দাবি করেছেন, সাংসারিক তর্ক-বিতর্কের জেরে তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এম ফাহিম/এমবি