জনগণই হবে আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণকারী : আনিসুল হক
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৫:৫২
ছবি : বাংলাদেশের খবর
জনগণই হবে আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণকারী বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক।
বুধবার (১ অক্টোবর) ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বলেন, ‘আজকের কর্মী সম্মেলন প্রমাণ করেছে, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মানুষ বিএনপির পাশে আছে। এখানে তরুণরা উজ্জীবিত, প্রবীণরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের কর্মীরা শুধু আন্দোলনে নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করছে-এটাই আমাদের মূল শক্তি।’
তিনি আরও বলেন, ‘কিছু রাজনৈতিক দল জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে পড়ায় তারা নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে। নিশ্চিত পরাজয় জেনে নানা তালবাহানা করছে। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, যা মূলত নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র। তবে এ ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। মনে রাখবেন-আগামীতে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ।’
সম্মেলনে সভাপতিত্ব করেন- ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো.বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা কৃষকদল সভাপতি ফারুক আহমেদ, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া মেম্বার, সদস্য সচিব ডা. হাবিবুর রহমান, ধর্মপাশা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কবির মজুমদার, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবউল্লাহ এবং ধর্মপাশা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ প্রমুখ।
এছাড়া সম্মেলনে ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
- মো. আব্দুল হালিম/এমআই

