Logo

সারাদেশ

বগুড়ায় রিকশাচালক বক্কর হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

বগুড়ায় রিকশাচালক বক্কর হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত রিকশাচালক আবু বক্করকে হত্যা করে ও অটো ছিনতাই মামলায় আরও এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর দিবাগত রাত ৮টায় ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি- নুরে আলম জুয়েল (৩৬)। সে গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

এর আগে একই মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয় তার নাম সুমন সরকার (৩৭)। কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনী এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর সোমবার সকালে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশাচালক আবু বক্কর অটো নিয়ে বের হয়। এরপর সে নিখোঁজ হয়। দুর্বৃত্তরা তার অটো রিকশা ছিনতাই করে তাকে হত্যা করে বাগড়া তালপাড়ার একটি পুকুরে ফেলে রেখে যায়। গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা করে। সেই মামলায় জুয়েল ও সুমনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ‘মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।’

  • মো. আব্দুল ওয়াদুদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর