---2025-10-02T171541-68de5ee4b5800.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি- সুজন কুমার (৩৩)। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া ফুলবাড়ি গ্রামের মৃত সুনিল কুমারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুজন মোটরসাইকেল নিয়ে নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে দিয়ারভিটা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে তিনি পুকুরে পড়ে যান এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ‘ঘটনাটি প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনাই মনে হচ্ছে। তবে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
- নাজমুল হাসান/এমআই