সীতাকুণ্ডে ট্রেন-সিএনজির সংঘর্ষ, মা-মেয়ের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৭:২৫
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মৌলভীপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ সিএনজি আটকে যায়। এ সময় চালকসহ যাত্রীরা দ্রুত নেমে যান। পরে অটোরিকশাটিকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করলে দ্রুতগামী ট্রেন এসে ধাক্কা দেয়।
এ ঘটনায় সিএনজির যাত্রী মৌলভীপাড়ার বদিউল আলমের স্ত্রী মাকছুদা বেগম (৪৮) ও মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই আশরাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
- মোহাম্মদ জামশেদ আলম/এমআই

