ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে নানা ধর্মীয় আয়োজনে উদযাপিত হলো সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে শত শত সনাতন ধর্মালম্বী জড়ো হন বিভিন্ন মন্দির ও পুজামণ্ডপে।
উপবাস থেকে দশমীর পুষ্পাঞ্জলি গ্রহণ করেন নর-নারীরা। নারীরা একে অপরের মুখে সিঁদুর ও তেল দিয়ে দেবীর বীরসজনের বার্তা জানান। মণ্ডপে মণ্ডপে ধুপের আরতি, ঢাক-ঢোল বাজনার সঙ্গে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
ভক্তরা বেলপাতা, ফুল ও চন্দন দিয়ে পুষ্পাঞ্জলি গ্রহণ করেন এবং পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। পরে বিভিন্ন মন্দিরে মিষ্টি বিতরণ করা হয়।
বান্দরবান জেলা ও উপজেলা মিলিয়ে ৩২টি পুজামণ্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হয়। দশমী পূজার পর বান্দরবানের সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হবে।
সোহেল কান্তি নাথ/এআরএস


