দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আজ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৭:৪৮
ছবি : বাংলাদেশের খবর
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আজ। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এখন দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার পালা।
 - 2025-10-02T174539-68de65d6359ed.jpg)
বিজয়া দশমীর তিথিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেতে উঠেছেন ভক্তরা। মণ্ডপে মণ্ডপে বিবাহিত নারীরা আনন্দে একে অপরের মুখে সিঁদুর মেখে মাতেন উল্লাসে। ঢাকের তালে, উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। বসেছে গ্রামীণ মেলাও।
- মিয়া রাকিবুল/এমআই

