কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৯:৫৯
-68de854355dda.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুর্গা বিসর্জন দেখতে বিপুলসংখ্যক মানুষ নদীর তীরে ভিড় করেন। এ সময় কয়েকজন নৌকায় চড়ে নদী পারাপারের চেষ্টা করলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু পানিতে তলিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান জানান, ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার খবরে এলাকায় শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ শিশুদের স্বজনরা নদীর তীরে ভিড় করে আহাজারি করছেন।
মো. দেলোয়ার হোসেন/এআরএস