Logo

সারাদেশ

অস্বচ্ছল পরিবারের ভরসা রাজিব, সড়ক দুর্ঘটনায় শেষ হলো স্বপ্নযাত্রা

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ২০:১৩

অস্বচ্ছল পরিবারের ভরসা রাজিব, সড়ক দুর্ঘটনায় শেষ হলো স্বপ্নযাত্রা

ছবি : বাংলাদেশের খবর

ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রাজিব শিকদারের লাশ ২০ দিন পর নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে লাশবাহী অ্যাম্বুলেন্স ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় শোকে বিহ্বল মা মমতাজ বেগম ছেলের কফিনের উপর আছড়ে পড়েন। পরিবার-পরিজন, স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

গত ১২ সেপ্টেম্বর নর্থ মেসিডোনিয়ায় কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির সঙ্গে নিহত হন রাজিব। তার লাশ দেশে ফেরত আনার দাবিতে এর আগে সংবাদ সম্মেলন করেছিলেন পরিবার।

রাজিব পৌরসভার ছোলনা গ্রামের আতিয়ার রহমান শিকদারের ছেলে। পিতার দুই সংসার থাকায় তিনি মাকে নিয়ে গুনবহা গ্রামে বসবাস করতেন। মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। অস্বচ্ছল পরিবারের হাল ধরতে চার মাস আগে ওয়েল্ডার ভিসায় নর্থ মেসিডোনিয়ায় পাড়ি জমান রাজিব।

নানা জটিলতা কাটিয়ে তার লাশ ২ অক্টোবর সকালে দেশে পৌঁছায়। জানাজা শেষে পৌরসভার ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজ পড়ান প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষক প্রফেসর মাওলানা আব্দুল জব্বার।

জানাজায় অংশ নেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্যা, এনসিপির মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু ঠাকুর, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়া ফরিদপুর-১ আসনের কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি, সাবেক সাংসদ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর