সীতাকুণ্ডে গণধর্ষণ মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৬
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর জেলেপাড়ায় সংঘটিত গণধর্ষণ মামলার তিনজন আসামিকে র্যাব-৭ গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট রাতে মুরাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেসমীন আক্তারকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং ঘটনাটি ভিডিওধারণ করে কয়েকজন দুষ্কৃতকারী। এ ঘটনায় ভুক্তভোগী ২১ আগস্ট সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং–২৩, তারিখ–২১/০৮/২০২৫) দায়ের করেন। মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছিল।
র্যাব-৭ সীতাকুণ্ড-মীরসরাই ক্যাম্পের কর্মকর্তা মোস্তফা কামাল জানান, মামলার তদন্তে নেমে একে একে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান হোসেন (পিতা মৃত কামাল উদ্দিন), খোকন (পিতা মো. হানিফ) এবং মাহাবুবুল আলম (পিতা বাবুল)। তিনজনই মুরাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জেলেপাড়ার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতরা আদালতে সোপর্দ করা হলে তারা জবানবন্দিতে অপরাধের কথা স্বীকার করেছে। মামলার প্রধান আসামি মো. ফারুক এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে র্যাব ও পুলিশ অভিযান চালাচ্ছে।

