Logo

সারাদেশ

সেন্টমার্টিনে স্লুইস গেট বন্ধ রাখায় পানিবন্দি শতাধিক পরিবার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১১:০৩

সেন্টমার্টিনে স্লুইস গেট বন্ধ রাখায় পানিবন্দি শতাধিক পরিবার

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফে চলমান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে সেন্টমার্টিন দ্বীপে প্রায় ৫০০ মানুষ, শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দ্বীপে পানি চলাচলের একমাত্র পথ স্লুইস গেট বন্ধ রাখায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, ‘বিগত দুই দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের প্রভাবে নৌঘাটে নোঙরে রাখা একটি ফিশিং ট্রলারও ডুবে গেছে।’

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিএনপির নেতা আবুল কালাম দীর্ঘদিন ধরে স্লুইস গেট বন্ধ রেখেছেন।

তবে আবুল কালাম বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি কোনো গেট বন্ধ করিনি। আমার পাশের বাড়ির খলিল নামের ব্যক্তি সীমানা দিতে গিয়ে গেটটি বন্ধ করেছে। আমরা সবাই মিলে এটি খুলে দেওয়ার ব্যবস্থা করছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘স্লুইস গেট বন্ধ থাকায় পানি জমেছে এবং অনেক বাড়ি-ঘর ডুবে গেছে। ইতোমধ্যে পানি চলাচলের জন্য গেট খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি থামলে আশা করি পানি নেমে যাবে। আমরা পানিবন্দি মানুষের খোঁজখবর রাখছি।’

অন্যদিকে, সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচলও বন্ধ রয়েছে।

ইব্রাহীম মাহমুদ/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেন্টমার্টিন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর