Logo

সারাদেশ

মণিরামপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

Icon

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৩:০৮

মণিরামপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

যশোরের মণিরামপুরে পরকীয়ার জের ধরে তৃপ্তিরানী মণ্ডল (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ২টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামের একটি মাঠে এ ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ তৃপ্তিরানী একই গ্রামের অবনীশ মণ্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, তৃপ্তিরানী দুপুরে বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিলেন। এ সময় প্রতিবেশী শংকর মণ্ডল (৫৫) ধারালো দা দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে তৃপ্তিরানীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী অবনীশ মণ্ডলের অভিযোগ, প্রতিবেশী শংকর মণ্ডল দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরকীয়া ও টাকা-পয়সা লেনদেন নিয়েও তাদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই শংকর তার স্ত্রী তৃপ্তিরানীকে কুপিয়ে হত্যা করেছে।

মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ঘটনাটি নারী-সংক্রান্ত। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জাহাঙ্গীর আলম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর