Logo

সারাদেশ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৩:১৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুল খালেক শিপন (৩০)। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জৈয়া পাড়ার নবি মাস্টার বাড়ির মো. আব্দুল হাদি দুলালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে অজ্ঞাত একটি বাস শিপনকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা ফায়ার স্টেশনের পক্ষ থেকে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।

মোহাম্মদ জামশেদ আলম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর