লামায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৬
নিহত যুবক মো. সোহান। ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজের ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে লামা মাতামুহুরী নদীর তীরঘেঁষে সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন মো. সোহান ও তার বন্ধু মো. শাকিল নামের দুই পর্যটক। দুপুরে তারা দুজন রিসোর্টের পাশে থাকা নদীতে একসাথে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে সোহান ডুবে যান। ওই সময় সাথে থাকা মো. শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হন।
শাকিল জানান, দুজন একসাথে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে সোহান ডুবে যান। সঙ্গে সঙ্গে রিসোর্টে এসে তিনি খবর দেন এবং স্থানীয় ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।
এ সময় লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, নিহতের স্বজনরা এবং লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করা হয়। শুক্রবার সকালে টানা ২২ ঘণ্টা অভিযানে তাদের ডুবুরি দল ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের মরদেহ উদ্ধার করে।
ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বেলাল আহমদ/এমআই

