Logo

সারাদেশ

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা প্রশাসন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর সহিংসতার ঘটনায় যেসব পরিবার এবং ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক ও ত্রাণ দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়ামে সদর উপজেলা সংলগ্ন স্থানসহ স্বনির্ভর বাজারের ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারদের মাঝে ৩০ কেজি চাউল ও ৭৫০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত যারা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃদা, খাগড়াছড়ি জেলা বিএনপিরসহ অর্থ সম্পাদক জহির আহম্মেদ, খাগড়াছড়ি প্রেসক্লাবে সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

  • ছোটন বিশ্বাস/এমআই/এইচআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর