Logo

সারাদেশ

৫ দাবিতে রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৬:৩১

৫ দাবিতে রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ

৫ দাবিতে রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবির সমর্থনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টায় কাঞ্চন পৌরসভা জামায়াতের উদ্যোগে মায়ার বাড়ি বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে কাঞ্চন বাজার প্রদক্ষিণ শেষে সড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আমির সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেন। এতে সঞ্চালনা করেন উপজেলা উত্তর সেক্রেটারি মো. খাইরুল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান। তিনি বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়।’ এ সময় তিনি কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি তুলে ধরেন।

জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি :
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।

২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণ।

৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে ও জনগণের ভোটাধিকার রক্ষায় ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।’

এছাড়া জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, উপজেলা উত্তর আমির মাহফুজুল ইসলাম, উপজেলা উত্তর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এন বি আকাশ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর