Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৩

নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে ওরস থেকে বাসা ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে এক বাকপ্রতিবন্ধী কিশোরী। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আড়াইহাজার উপজেলা ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শুক্রবার (৩ অক্টোবর) আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযুক্ত মো. আসমত আলী ওরফে আছু (৩৮) নামের এক ব্যক্তি।

জানা গেছে, স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত একটি ওরসে গিয়েছিল ওই বাকপ্রতিবন্ধী কিশোরী। সেখান থেকে প্রতিবেশী হওয়ায় পূর্ব পরিচিত হওয়ায় আসমত আলী তাকে ওরস থেকে তাকে ডেকে নিয়ে যান। এরপর দয়াকান্দা খালপাড়ের একটি নির্জন ঝোপে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে হৃদয়বিদারক সেই ঘটনার কথা ইশারায় জানায়।

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও উত্তাপ ছড়িয়ে পড়ে। নিজের মেয়ের নির্মম অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কিশোরীর মা রুদ্ধ কণ্ঠে বলেন, ‘আমার মেয়েটি অনেক কাকুতি-মিনতি করেও সেই পশুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি।’

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শাহীন দেওয়ানের বাড়িতে প্রতিবছর এই ওরসের আয়োজন করা হয়, যেখানে মাদকের আসরও বসে। তাদের দাবি, কোনো প্রশাসনিক অনুমতি ছাড়াই এই অনুষ্ঠান আয়োজিত হয়, যার ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের অঘটন ঘটেছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে দ্রুত ধরতে প্রয়োজনীয় অভিযান চলছে।’

  • ইমতিয়াজ আহমেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর