Logo

সারাদেশ

বড় ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর ছোট ভাইয়ের আত্মহত্যা

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৯

বড় ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর ছোট ভাইয়ের আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় নিজের বড় ভাই পরিমল সর্দারের সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা করেছেন ছোট ভাই বিমল সর্দার (৩৫)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বিমল উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের পুর্ব ডেঙ্গাপাড়া এলাকার টহল সর্দারের ছেলে।

জানা গেছে, পূর্ব ডেঙ্গাপাড়া গ্রামের বিমল সর্দারের সঙ্গে তার আপন বড় ভাই পরিমল সর্দারের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায় বিমল সর্দার মানসিকভাবে ভেঙে পড়ে পাশ্ববর্তী স্কুলের পেছনের একটি আমগাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

বিমল সর্দারের বোন বিজলি সর্দার জানান, তার ভাইয়ের সঙ্গে পরিমল সর্দারের ঝগড়া হয়েছিল। এর জেরে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।

পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমরান হোসেন মুন্না/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর