Logo

সারাদেশ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৮:৪৮

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক আরও ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবি জানায়, গত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিএসএফ আটক করে। পরদিন পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম। বৈঠক শেষে বিজিবি আটক বাংলাদেশিদের গ্রহণ করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সূত্র : বাসস

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর