ঝাঁঝ বেড়েছে মরিচের, চোখ রাঙাচ্ছে বেগুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৯:১৯
-(72)-68dfcd4a74616.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে কাঁচাবাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিন বাজারে গিয়ে ক্রেতাদের হাতে গোনা কিছু পণ্য কেনা ছাড়া উপায় থাকছে না।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) শেরপুর উপজেলার রেজিস্ট্রি অফিস বাজার, শেরুয়া বটতলা, কয়েরখালীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির দামে আগুন লেগেছে। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, কাঁচা মরিচ ৩২০ টাকা, পটল ৬৫ টাকা, সিম ১৬০ টাকা, ফুলকপি ১৩০ টাকা, কচু (কদর) ৬০ টাকা এবং শসা ৮০ টাকা, ঢেড়শ ৭০ টাকা কেজি দরে।
এদিকে মানুষের সাধ্যের মধ্যে তুলনামূলকভাবে কিছুটা স্বস্তির জায়গা হচ্ছে আলু ও পেঁয়াজ। আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে এবং পেঁয়াজ ৬০ টাকা কেজিতে।
বাজারে আসা ক্রেতা সোলাইমান, আকবর, রবিউল ইসলামসহ অনেকে অভিযোগ করে বলেন, প্রতিদিনই সবজির দাম বাড়ছে। এখন আর সাধ্যের মধ্যে কিছু কেনা সম্ভব হচ্ছে না। সংসার চালাতে হিমশিম খাচ্ছি।
অন্যদিকে ব্যবসায়ী মিলন, কোরবান আলির দাবি, বৃষ্টি বেশি হচ্ছে এজন্য গাছ মরে যাচ্ছে বাজারে সরবরাহ সংকটের কারণে সবজির দাম বেড়েছে। তবে শিগগিরই দাম কিছুটা স্বাভাবিক হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।
কাঁচা বাজার আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘বগুড়ার বৃহত্তর সবজির মোকাম মহাস্থান হাটে আমদানি কম। পাইকারি বাজারে সরবরাহ সংকটের কারণে সবজির দাম বেড়েছে।’
- আব্দুল ওয়াদুদ/এমআই