Logo

সারাদেশ

শ্রীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি ‘হত্যা’

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৯:৪৬

শ্রীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি ‘হত্যা’

গাজীপুরের শ্রীপুরে সৌদি প্রবাসীর স্ত্রী সাদিয়া আক্তার ইতি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সৌদি প্রবাসীর স্ত্রী সাদিয়া আক্তার ইতি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে। তবে নিহতের স্বজনরা দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত সাদিয়া আক্তার ইতি কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘিঘাট গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয় শ্রীপুরের আ. জলিলের ছেলে সৌদি প্রবাসী আক্তার হোসেনের সঙ্গে। তাদের আড়াই বছরের এক কন্যাসন্তান রয়েছে।

স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন নানা অজুহাতে ইতি আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এমনকি স্বামীকে সৌদি আরব পাঠানোর খরচও শ্বশুরবাড়ি বহন করে। এরপরও নির্যাতন কমেনি। নির্যাতনের কারণে একাধিকবার বাবার বাড়িতে চলে গিয়েছিলেন ইতি। পরে আবার সংসারে ফিরে আসেন তিনি।

এক মাস আগে স্বামী সৌদি আরব চলে গেলে আবারও একা হয়ে পড়েন সাদিয়া আক্তার ইতি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের ফোনে জানানো হয়, ‘ইতিকে দেখতে হলে এখনই চলে আসুন ‘ পরে স্বজনরা গিয়ে ঘরের বারান্দায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহতের মা বিলকিছ অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করলে ঝুলে থাকার কথা। কিন্তু লাশ নিচে নামানো ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।’

নিহতের ভাবী শারমিন বলেন, ‘শাশুড়ি ও ননদের নির্যাতনের কারণেই এ ঘটনা ঘটেছে। আমরা বারবার মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু নির্যাতন থামেনি।’

তবে নিহতের ননদ মিনারা বলেন, ‘আমি কাজ করছিলাম। হঠাৎ ভাবীকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। পরে বুঝতে পারি তিনি ঝুলে আছেন।’

দেবর আফজাল বলেন, ‘দাঁত মাজতে গিয়ে ভাবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে নামিয়ে আনি। পরে বুঝি তিনি মারা গেছেন।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ঘরের আড়ায় ওড়না বাঁধা অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর