পয়সা কামানোর জন্য এমপি হতে চাই না : মাহবুবুর রহমান

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ২০:০৪
-(74)-68dfd7df98e8e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পয়সা কামানোর জন্য এমপি হতে চাই না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, ‘আমি এমপি হলে জনগণের মতামতের বাইরে কোনো কিছু করব না। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, কোনো লোভ-লালসা নেই। আমি জনগণের অধিকার আদায়ের জন্যই রাজনীতি করি। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, যা কোনোদিন শেষ করতে পারব না। এমপি হওয়ার একমাত্র উদ্দেশ্য হাওর অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নয়ন সাধন।’
তিনি আরও বলেন, ‘যারা আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তাদের বলব-আমি হঠাৎ করে উঠে আসা লোক নই। দীর্ঘ সংগ্রাম, লড়াই আর ত্যাগের পথ পাড়ি দিয়ে আজকের জায়গায় এসে দাঁড়িয়েছি। ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশের টিয়ার গ্যাসে আমার একটি কান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম। তবু জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমি সরে দাঁড়াইনি।’
পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, ‘যারা পিআর পদ্ধতির কথা বলছেন তারা মূলত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। পিআর মানে হবে-ভোট দিবেন তাহিরপুরে, চলে যাবে রাঙামাটিতে। জনগণ এমন প্রহসনমূলক ভোটব্যবস্থা মেনে নেবে না।’
সভায় আরও বক্তব্য দেন- বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মাহবুব মল্লিক, তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক রহুল আমিন, বাদাঘাট যুবদলের সভাপতি সুমন আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
- মো. আব্দুল হালিম/এমআই