Logo

সারাদেশ

ভাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে ইলিশ কেনাবেচা

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ২০:১৫

ভাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে ইলিশ কেনাবেচা

ছবি : বাংলাদেশের খবর

ইলিশ মাছ সংরক্ষণে সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকরের আগে ফরিদপুরের ভাঙ্গায় জমে উঠেছে ইলিশ কেনাবেচা। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার আতাদী মৎস্য আড়তে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তে ইলিশ কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

শুরু হওয়ার আগেই ইলিশ কিনতে এসেছেন বলে জানান স্থানীয় ক্রেতারা।

ক্রেতা মোরসালিন আহমেদ বলেন, ‘আগামীকাল থেকে ২২ দিনের জন্য ইলিশ ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। তাই পরিবারের সবাইকে নিয়ে ইলিশ খাওয়ার জন্য শেষ মুহূর্তে মাছ কিনতে এসেছি।’

আরেক ক্রেতা আলমগীর হোসেন জানান, অনেক আশা নিয়ে ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু আজকের বাজারে ইলিশের দাম অন্যান্য সময়ের তুলনায় বেশ বেশি মনে হচ্ছে।

এদিকে মাছ বিক্রেতারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শুক্রবার রাত ১২টার পর থেকে ইলিশ বিক্রি বন্ধ থাকবে। বিক্রেতা চন্দন বলেন, “রাত ১২টা পর্যন্ত আমরা ইলিশ বিক্রি করতে পারব। এরপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। চাহিদার তুলনায় মাছ কম থাকায় দামের কিছুটা তারতম্য হয়েছে।

ভাঙ্গা মাছের আড়তে ১ কেজি ওজনের ইলিশ ২৫০০ টাকা কেজি, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৩০০ টাকা কেজি এবং ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

উল্লেখ্য, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টার পর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুত, বিক্রি ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

  • ইমরান মুন্সী/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর