Logo

সারাদেশ

সুনামগঞ্জে বিষপানে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ২০:৩৯

সুনামগঞ্জে বিষপানে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের ধর্মপাশায় মীম আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মীম আক্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা উত্তর পাড়া গ্রামের মোস্তাফা মিয়ার মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মীম স্বাভাবিকভাবে রাত ১০টার দিকে ঘুমাতে যায়। এরপর রাতের কোনো এক সময়ে সে কীটনাশক পান করে। রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু যাত্রাপথে শ্যামগঞ্জ এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

  • মো. ইমাম হোসেন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর