Logo

সারাদেশ

সীতাকুণ্ডে গণধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ২১:০২

সীতাকুণ্ডে গণধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর জেলেপাড়ায় গণধর্ষণ মামলার ১নং আসামি ওমর ফারুককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলার ডালিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওমর ফারুক মুরাদপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকার বাসিন্দা মাহাবুব আলমের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ আগস্ট রাতে মুরাদপুর জেলেপাড়ায় এক তরুণীকে (২০) সংঘবদ্ধভাবে গণধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ২১ আগস্ট সীতাকুণ্ড মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার নম্বর-২৩, তারিখ-২১/০৮/২০২৫ ইং। এতে চারজনকে আসামি করা হয়।

র‌্যাব জানায়, মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে আগে গ্রেপ্তার হওয়া তিনজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ ১নং আসামি ওমর ফারুককেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদ জামশেদ আলম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর