Logo

সারাদেশ

ফুলগাজীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২৫

ফুলগাজীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর ফুলগাজীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল বসর (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার কহুয়া নদী থেকে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে আবুল বসর মাছ ধরতে যান পার্শ্ববর্তী কহুয়া নদীতে। রাত ৯টার পরও তিনি বাড়ি না ফেরায় স্বজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরুল ইসলাম বলেন, ‘মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।’

নিহত আবুল বসর স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। চার সন্তানের জনক এই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রশাসন জানিয়েছে, প্রয়োজনে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।

গত সপ্তাহে একই উপজেলার আনন্দপুরে আরও এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর