মণিরামপুরে বিএনপির প্রবীণ নেতা আবু মুছা আর নেই
 
						মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:২৯
-68e0a2c13cf6d.jpg) 
					যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির প্রবীণ নেতা মোহাম্মাদ আবু মুছা (৭৮) আর নেই। শনিবার (৪ অক্টোবর) ভোররাত ৩টা ২০ মিনিটে তিনি যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলা বিএনপির প্রথম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে টানা ১২ বছর সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আশির দশকে শিক্ষকতার পাশাপাশি তিনি ইউপি চেয়ারম্যান এবং পরে উপজেলা চেয়ারম্যানও ছিলেন।
বিএনপি নেতা আবু মুছার মৃত্যুতে মণিরামপুরসহ যশোর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের প্রথম জানাজার নামাজ আজ যোহরের নামাজের মণিরামপুর আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল রোববার সকাল ১১টায় তার নিজ এলাকা নেঙ্গুড়াহাট মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জাহাঙ্গীর আলম/এআরএস


 
			